কলকাতা: আরজি কর হাসপাতালে (R G Kar Hospital Incident) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এমনটাই জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, অপরাধের কথা স্বীকার করলেও অভিযুক্তের মধ্যে কোনও রকমের অনুশোচনা বোধ নেই। কোনও অনুতাপবোধ নেই অভিযুক্তের মধ্যে। অভিযুক্ত জেরার সময় বলেছেন, ফাঁসি দিলে দিন।
আরজি কর-কাণ্ডে ধৃত যুবক সিভিক ভলান্টিয়ার। শুক্রবার মাঝরাতেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সিপি বিনীত গোয়েল জানান, তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করা হয়েছে। তারপর তাকে খুন করা হয়। অভিযোগ, শুক্রবার ভোরে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল অভিযুক্তকে। ৩০ থেকে ৩৫ মিনিট তিনি ভিতরে ছিলেন।
আরও পড়ুন: সঞ্জয়ের অতীত শুনলে চমকে উঠবেন, অভিযোগ বহু
পুলিশ সূত্রের খবর, ধৃতের মোবাইল ফোনে রাখা ছিল পর্নোগ্রাফির বহু ভিডিয়ো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবকের মানসিক বিকৃতি রয়েছে। অভিযুক্ত মদ খেয়ে ছিলেন। রাত ৪টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত সেমিনার হলে ঢোকার সময় গলায় হেডফোন ছিল। যখন হল থেকে বেরোছে তখন গলায় ব্যান্ড ছিল না। পুলিশের আরও অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করেন, তারপর তাঁকে খুন করা হয়েছে, তারপর আবার ধর্ষণ করেন অভিযুক্ত। পুলিশ সূত্রের খরব, গ্রেফতারির পরেও নিজের কৃতকর্মের জন্য কোনও অনুতাপ নেই অভিযুক্তের।
অন্য খবর দেখুন