নয়াদিল্লি: অস্বস্তি বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। তাঁকে জেলেই (Jail) থাকতে হচ্ছে। কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বেড়ে হল তিন জুলাই।
দিল্লি আবগারি নীতি প্রকল্প সূত্রে বেআইনি আর্থিক লেনদেনে অভিযুক্ত কেজরিওয়াল। ২১ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। ২০ মে থেকে এক জুন পর্যন্ত সুপ্রিম কোর্ট তাঁকে নির্বাচনী প্রচারের স্বার্থে অন্তর্বর্তী জামিন দেয়। বুধবারে তাঁর জেলে হেফাজতের মেয়াদ শেষ হতে রাউস এভিনিউ আদালতে পেশ। তাঁর নিয়মিত জামিনের আবেদনের শুনানি চলছে।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় এর আগে দিল্লির আপ সরকারের একাধিক মন্ত্রী গ্রেফতার হয়েছে। তাঁরাও জেলেই রয়েছে। একই ঘটনায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে।
আরও খবর দেখুন