নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার কেজরিওয়ালকে দিল্লির একটি আদালতে পেশ করা হয়েছিল।
কেজরিওয়ালকে ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)গ্রেফতার করেছিল। ২০ জুন তাঁর বিরুদ্ধে ইডি-র মামলায় আদালত থেকে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছিল। তবে ট্রায়াল কোর্টের জামিনের আদেশ ২১ জুন দিল্লি হাইকোর্ট বাতিল করে দেয়। এরপর অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ২২ জুন সুপ্রিম কোর্টে যান। ২৬ জুন অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে। অরবিন্দ কেজরিওয়াল জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন এবং সিবিআইয়ের গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছেন। আগামী ৫ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি করবে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: প্রতি ১০০ ধর্ষণে ৭৪ জন শাস্তি পান না, লিখলেন অভিষেক
আরও খবর দেখুন