আসানসোল: কুলটিতে পানীয় জলের সমস্যায় (Water Crisis) নাজেহাল স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, টাকা দিয়ে বাড়ি বাড়ি পানীয় জলের (Drinking Water) সংযোগ মেলেনি। তার জেরে মিলছে না পানীয় জল। এনিয়ে একাধিকবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জানানো হলেও কোনও লাভ হয়নি। এই অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল কাউন্সিলরকে। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামে।
হাতিনল গ্রামবাসীর একাংশের অভিযোগ, ২০২২ সালে আসানসোল পুরনিগমের উদ্যোগে টাকা নিয়ে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ, প্রথমে কিছুদিন জল পড়ার পর আর জল আসে না। এই বিষয়টি একাধিকবার তৃণমূল কাউন্সিলর তারকনাথ ধীবরকে জানানো হলেও এখনও সেই সমস্যার সমাধান হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে সোমবার কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কাউন্সিলরের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। বিক্ষোভের মুখে পড়ে তাঁদের আশ্বস্ত করেন কাউন্সিলর। তিনি জানান, পানীয় জলের সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
আরও পড়ুন: অনশনে অনড়, আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের
এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের কুলটি বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি জানান, আসানসোল পুরনিগমের মেয়র নির্দেশ দিয়েছেন ওই এলাকায় পানীয় জলের জন্য টেন্ডার ডাকার। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টেন্ডার হয়ে গেলেই ওই এলাকায় পানীয় জলের সঙ্কট মিটে যাবে। তবে কখন এই এলাকায় পানীয় জলের সঙ্কট মিটবে সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর: