মুম্বই: ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কঠিন পিচেও প্রাণপণ লড়াই করছে ভারত। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও মাঝে হাল ধরেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ম্যাচের দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনের শুরুতেও ভালো শুরু করেন দলের দুই তরুণ ব্যাটসম্যান। পঞ্চম উইকেটের জন্য ৯৬ রানের পার্টনারশিপ তৈরি করেন দুজন। পন্থ ৫৯ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। তারপর শুভমনের ব্যাট থেকে ভরসাযোগ্য ইনিংস উঠে আসে। তবে, অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৪৬ বলে ৯০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। যদিও শুভমন এবং ঋষভ ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতেই পারেননি ক্রিজে। জাদেজা, সরফরাজজ এবং অশ্বিন – কেউ সেভাবে রান করতে পারেননি। শেষমেশ, ভারতের প্রথম ইনিংস ২৬৩ রানে শেষ হয়ে যায়।
আরও পড়ুন: বক্সিংয়ে ভারতের জয়জয়কার! মার্কিন মুলুকে সোনা জয় কৃষা ভার্মার
মাত্র ২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের জন্য নিউজিল্যান্ডকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে যে কিউয়িরা এভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়বে, তা হয়তো তাঁরা আশা করেননি। ভারতীয় স্পিনারদের সামনে রীতিমতো নাকানি-চোবানি খেতে হল কিউয়ি ব্যাটসম্যানদের। ফের স্পিন সহায়ক বাইশ গজে জ্বলে উঠল অশ্বিন-জাদেজা জুটি। ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন জাদেজা, ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন অশ্বিন এবং ৩০ রান দিয়ে ১ টি উইকেট নেন ওয়াশিংটন। ১ টি উইকেট পেয়েছেন আকাশ দীপ। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং ছাড়া আর কেউ টিকতে পারেননি। তৃতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে কিউয়িরা। ১৪৩ রানের লিড রয়েছে তাঁদের হাতে।
নিউজিল্যান্ডের হাতে আপাতত একটিমাত্র উইকেট রয়েছে। আগামীকাল সকালে হয়তো আরও কিছু রান যোগ হবে তাঁদের স্কোরবোর্ডে। আবার এই রানেও গুটিয়ে যেতে পারে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। কিন্তু, ইতিমধ্যে তাঁরা যে লিড পেয়ে গিয়েছে, তা মুম্বইয়ের পিচে চতুর্থ ইনিংসের জন্য মোটামুটি ভালো স্কোর। এই ধরনের স্পিন সহায়ক পিচে ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কারণ, বর্তমানে রোহিত, বিরাটদের অফ-ফর্ম ভাবাচ্ছে ভারতকে। তবে, যদি তাঁরা ফর্মে ফিরে আসেন, তাহলে হয়তো তৃতীয় টেস্টে সহজ জয় পাবে টিম ইন্ডিয়া।
দেখুন অন্য খবর: