কলকাতা: শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express Accident)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি (Good Train)। দুর্ঘটনাস্থলে সোমবার বিকেলে বাইকে চেপে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, এটা রাজনীতি করার সময় নয়। আপাতত উদ্ধারকাজ চলছে। এখন উদ্ধারকাজে উপর নজর দেওয়া দরকার। এদিন দুর্ঘটনাস্থল থেকে আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। কথা বললেন আহতদের সঙ্গে।
নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে দু’টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। রেলের দাবি ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম ৩০ জন। যদিও পিটিআই সূত্রের দাবি, ১৫ জনের মৃত্যু হয়েছে ৬০ জন আহত। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্তের পরই জানা যাবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিগনালিং ব্যর্থতার কারণেই কি এই দুর্ঘটনা? তা জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করেননি রেলমন্ত্রী। তিনি জানান, কমিশনার অব রেলওয়ে সেফটির রিপোর্ট এলেই এই বিষয়ে মন্তব্য করা যাবে। এই ধরনের ঘটনার যাতে ভবিষ্যতে কখনও পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ভারতীয় রেল চূড়ান্ত অব্যবস্থার শিকার, অভিযোগ মমতার
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে মমতা বলেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করেন। কিন্তু আজ পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলিতে তা লাগানো হয়নি। তাঁর অভিযোগ, ভারতীয় রেল এখন অনাথ হয়ে গিয়েছে। এখন শুধু ফ্যাশন হচ্ছে, ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। এই মন্তব্যের প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, এটা রাজনীতির সময় নয়। আগে আমাদের উদ্ধারকাজে নজর দিতে হবে। আপাতত আমাদের ফোকাস রেসকিউ আর চিকিৎসা পর পৌঁছে দেওয়ার। তারপর সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।তিনি বলেন, কী থেকে কী হয়েছে, সব তদন্ত করে দেখা হবে। এখন রাজনীতি করার সময় নয়। রেলমন্ত্রী জানিয়েছেন, আর কোনও যাত্রী ধ্বংসস্তূপে আটকে নেই। লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরু করানো হবে।
দেখুন ভিডিও