শান্তিপুর: শুরু হয়েছে রাধা-কৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা। বাঙালির এই উৎসব সবথেকে ধুমধাম করে হয় নদিয়ার শান্তিপুরে। আর এই জগৎবিখ্যাত রাস উৎসব দেখতে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। রাসের মাঝের দিন তিনি সেখানে আসেন। সেখানেই তিনি ব্রজ কিশোর গোস্বামী সাথে সাক্ষাৎ করেন। এরপর ঘুরে দেখেন মন্দির প্রাঙ্গন এবং বিগ্রহ দর্শনও সেরে নেন। এরপর তিনি আরও বিভিন্ন বিগ্রহ যাবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: শান্তিপুরের ভাঙা-রাস এবং রাই-রাজা! জানুন অজানা গল্প
এই বিখ্যাত রাস উৎসব ঘুরে দেখার পর অসীমা পাত্র বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ম যার যার উৎসব সবার। তাই দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, রাস, ঈদ বা বড়দিন- যা’ই হোক না কেন, সব উৎসবই গুরুত্বপূর্ণ।” শান্তিপুর প্রসঙ্গে তিনি বলেন, “প্রাচীন ইতিহাস এবং বিভিন্ন পৌরাণিক ঘটনাবলীর সাক্ষী এই শান্তিপুর। এখানে বহু পন্ডিত বসবাস করতেন। আর এই মাটিতেই রয়েছে সে সমস্ত নিদর্শন, ঐতিহ্য ও সংস্কৃতি, যা এখনও পর্যন্ত শান্তিপুরের মানুষ ধরে রেখেছে। এখানে এলেই মানসিক শান্তি পাওয়া যায়।”
দেখুন আরও খবর: