কলকাতা: প্রাথমিকের নিয়োগ মামলায় ওএমআর শিট (OMR Sheet) বা উত্তরপত্রের তথ্য প্রকাশ্যে আনতে অন্য সংস্থাকে দায়িত্ব দিতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক।
একইসঙ্গে বিচারপতি মান্থা জানিয়েছে, প্রয়োজেন দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেগুলি উইপ্রো বা টিসিএসের মতো সংস্থা হতে পারে বলে জানান বিচারপতি। এমনকী বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআরশিটের তথ্য খুব গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করা জরুরি। আদালত জানিয়েছে, তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।
আরও পড়ুন: দিল্লি থেকে মুম্বই, ভারতীয় দলকে নিয়ে আবেগের বিস্ফোরণ
ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার ঝাঁপানোর নির্দেশ সিবিআইকে। হাইকোর্টের মন্তব্য, পৃথিবীর যে কোনও প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ওএমআর (OMR)। নিয়ে সন্দেহ মেটাতে এবার সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিয়ে সিবিআই কে নির্দেশ দিলো হাইকোর্ট। বিচারপতি বলেন,
আইবিএম, উইপ্রো (WIPRO), টিসিএস (TCS) বা যে কোনো বেসরকারি আই টি সংস্থার সাহায্য নিক সিবিআই। একইসঙ্গে সরকারি কোনো সংস্থার, এমনকি এথিক্যাল হ্যাকার তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নেবে সিবিআই। এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এদিন সিবিআইয়ের তরফে জমা পরা ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি মন্থর বেঞ্চ। তারপরেই আদালতের এই নির্দেশ।
আরও খবর দেখুন