কলকাতা: আজ রাতে পৃথিবীতে আছড়ে পড়বে একটি গ্রহাণু । মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ৯:৪৫ নাগাদ এটি পৃথিবীকে স্পর্শ করবে। তবে সময়ের ক্ষেত্রে ৫ মিনিটের ফারাক হতে পারে। অর্থাৎ, রাত ৯:৪০ থেকে ৯:৫০-এর মধ্যে আকাশের দিকে চোখ রাখলে এই গ্রহাণু পতনের দৃশ্য দেখা যেতে পারে। কিন্তু এই মহাজাগতিক খন্ডের আকার কীরকম হবে? এটি কি পৃথিবীর জন্য কোনও বিপদের কারণ হতে পারে? না, বিজ্ঞানীরা এমন কোনও ভয় ধরানো আপডেট দেননি।
Incoming!☄️
A small asteroid has just been spotted on a collision course with Earth. At around ~70 cm in diameter, the impact will be harmless, likely producing a nice fireball in the sky over northern Siberia around seven hours from now at ~16:15 +/- 05 min UTC (17:15 +/-5 min… pic.twitter.com/ie9yj0FHfB
— European Space Agency (@esa) December 3, 2024
জানা গিয়েছে, আগত এই গ্রহাণুর ব্যাস মাত্র ৭০ সেন্টিমিটার। সেই কারণে, হয়তো পৃথিবীর মাটি স্পর্শ করার আগেই এটি পুড়ে ছাই হয়ে যাবে। তাই, পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় একটি উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যাবে বলে অনুমান করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। উত্তর সাইবেরিয়ায় এই গ্রহাণু আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। তবে এই গ্রহাণুটিকে আগের থেকে দেখা যায়নি। আকারে ছোট হওয়ার কারণে এটিকে অনুমান করা সম্ভব হয়নি। তাই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার খানিক আগেই এই মহাজাগতিক বস্তু ধরা পড়েছে নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির বিভিন্ন যন্ত্রে। সেই থেকে এই খবর ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: আসছে মহা-বিপর্যয়! তলিয়ে যাবে কলকাতার মতো শহর, কবে?
তবে এই গ্রহাণু পতনের দিকে সর্বদা নজর রেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ, এমন ঘটনা ঘটে থাকলে তা অনেক গবেষণার ক্ষেত্রে উপযোগী হয়। আসলে মহাকাশের অনেক রহস্যকে বয়ে আনে এইসব মহাজাগতিক বস্তু। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে, রাশিয়ার চেলিয়াবিনস্কে একটি গ্রহাণু আছড়ে পড়েছিল। এটির ফলে সামান্য ক্ষয়ক্ষতি হলেও এই ঘটনা থেকে গ্রহাণু পতনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে অনেক তথ্য পাওয়া গিয়েছিল।
দেখুন আরও খবর: