কলকাতা: সপ্তাহ শেষেই ধর্মতলায় ২১ জুলাইয়ের (21 July) সমাবেশ। তার আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে তৃণমূল (TMC) কর্মীরা কলকাতায় সমাবেশে ঢুকতে শুরু করবে। কর্মীদের রাতে থাকার জন্য গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ইকো পার্কে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তৃণমূল।
জানা গিয়েছে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকদের রাত্রিবাসের প্রস্তুতি শুরু করেছে। কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্বকে দক্ষিণবঙ্গের দূরের জেলা ও মালদা জেলার কর্মী সমর্থকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের কথায়, গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা ও মুর্শিদাবাদের মানুষ থাকবেন। বীরভূম থেকে যাঁরা আসবেন তাঁরা উত্তীর্ণতে থাকবেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঝাড়গ্রাম ও জঙ্গলমহলের কর্মীরা থাকবেন।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সুলতাননগরের ঘটনা
মালদা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কর্মীরা মূলত বিধাননগর ও রাজারহাটে থাকবেন। বিধাননগরের দায়িত্বে থাকবেন দমকলমন্ত্রী সুজিত বসু। সেন্ট্রালপার্ক, সল্টলেক স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ, ইকোপার্ক মিলিয়ে ২৫ হাজার মানুষের রাত্রিবাসের ব্যবস্থা করা হচ্ছে।
আরও খবর দেখুন