নয়াদিল্লি: শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী (Atishi Takes Oath)। মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) ইস্তফা দেওয়ার পরই, আম আদমি পার্টির তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা মতো শনিবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী মারলেনা (Atishi Marlena)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সরকারি বাসভবন রাজ নিবাসে অতিশীকে শপথ বাক্যপাঠ করান। এদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ অহলাওত এবং ইমরান হুসেন।
আরও পড়ুন: রামলালার প্রাণপ্রতিষ্ঠায় প্রসাদ তিরুপতির লাড্ডু! দাবি প্রধান পুরোহিতের
শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন অতিশী। (Atishi Takes Oath)। তাঁর হাতে রয়েছে মোট ১৩টি মন্ত্রক। এর মধ্যে থাকছে অর্থ, রাজস্ব, শক্তি, শিক্ষা ও পিডব্লুডি বিভাগ। মাত্র ৪৩ বছর বয়সে মুখ্যমন্ত্রী হলেন তিনি। দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী অতিশী। এতদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু (৪৫) সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন।
দেখুন ভিডিও