নয়াদিল্লি: আম আদমি পার্টির (আপ) নেত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী মনোনীত অতিশী ২১ সেপ্টেম্বর শপথ নেবেন। প্রাথমিকভাবে, আপ ঘোষণা করেছিল যে অতিশী ২৬-২৭ সেপ্টেম্বর একটি বিশেষ বিধানসভা অধিবেশন চলাকালীন শপথ নেবেন। কিন্তু পরবর্তীতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের প্রস্তাবের পর ২১ সেপ্টেম্বরকে শপথ গ্রহণের তারিখ হিসাবে গ্রহণ করো হয়।
জানা গিয়েছেল, আপ প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিল যে শুধুমাত্র অতিশী শপথ নেবেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাঁর মন্ত্রী পরিষদও শপথ নেবে। আপ নেতা গোপাল রাই, কৈলাশ গেহলত, সৌরভ ভরদ্বাজ এবং ইমরান হুসেন, যারা আগের অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী ছিলেন, তাঁদের বহাল রাখা হবে। দলের দুই বিধায়ককেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: কেন ঝাড়খণ্ডে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়নি? জানুন আপডেট
দিল্লি মন্ত্রিসভার একমাত্র মহিলা মন্ত্রী অতিশী মারলেনাকে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আপ বিধায়করা সর্বসম্মতভাবে দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেন। এর আগে কালকাজির এই বিধায়কের হাতে আপ সরকারের মন্ত্রিসভায় সর্বাধিক পোর্টফোলিও ছিল। দিল্লি বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন।
দিল্লির আবগারি দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের জামিনের পর অরবিন্দ কেজরিওয়াল তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে দিল্লি সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য বেশ কয়েকটি নাম প্রস্তাব করা হয়েছিল। অতিশী অবশ্য শীর্ষ পদের জন্য অগ্রগামী ছিলেন। তিনি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল এবং তাঁর প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আরও খবর দেখুন