কলকাতা: বাংলাদেশে (Bnagladesh) বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন। তারপর থেকে হাসিনা সরকারে থাকা মন্ত্রীদের অনেকেই আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেফতার হয়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল। শুধু তাই নয় হাসিনা ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে বিচারপতি, আমলা, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। এবার আদালত চত্বরের মধ্যেই গ্রেফতার হওয়া সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতির উপর হামলা হল।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিলেটের আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলা হয়। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ সআলমগীর হোসেনের আদালতে তাঁকে নেওয়া হয়। আদালতে ঢোকার সময় এই হামলা। বিএনপিপন্থী আইনজীবীরাও এই হামলায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁকে কিল, ঘুষি, ডিম ছুড়ে মারা হয়। জনরোষ থেকে বাঁচিয়ে পুলিশকর্মীরা কোনওক্রমে তাঁকে আদালতকক্ষে নিয়ে যান। ওই অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিজিবি আটক করেছিল। বিজিবির বক্তব্য, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
আরও পড়ুন: মোদির সঙ্গে মমতা সহ ক্ষমতা হারানো রাষ্ট্রপ্রধানদের ছবি পোস্ট করে ট্রোলড বিজেপি
আরও খবর দেখুন