নয়াদিল্লি: এগিয়ে আসছে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন (Maharashtra Assembly Election)। তারই মধ্যে প্রকট হল বিজেপির জোট সরকারের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব। সেখানকার সরকারের এক মন্ত্রী আরেক মন্ত্রীর দফতরকে নিশানা করে আক্রমণ করলেন। পরিস্থিতি বুঝে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা। মহারাষ্ট্র সরকারে যে দফতর উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সামলায় তাকে নিশানা করে একনাথ শিন্দের অনুগামী শিবসেনার মন্ত্রী গুলাব রাও বলেন, অর্থমন্ত্রণালয় সব থেকে খারাপ মন্ত্রণালয়। তার প্রেক্ষিতে মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল বিষয়টি ঢাকা দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলেছেন, মহাযুতি জোট নিজেদের মধ্যে বয়ানবাজি যেন না করে। এতে ভুল ছবি দেখা যায়। আমরা সবাই এক। এবং এক হয়ে মানুষের সামনে যাব।
আরও পড়ুন: গাজা আমাদের, প্রাণ বিপন্ন হলেও যাব, বললেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট
আরও খবর দেখুন