কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) ভিতর ঢুকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হয়েছে। এখনও আরজি করে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। কর্মবিরতিতে অংশ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারই মধ্যে এবার স্বাস্থ্যকর্মীদের (Health Worker) উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআর করতে হবে বলে নির্দেশিকা সামনে এল। মৌখিক বা শারীরিক যে কোনও ধরনের নিগ্রহের ভিত্তিতে এই এফআইআর করতে হবে। শুক্রবার এমনই নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ণন্ত্রাধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস এই নির্দেশিকা দিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডিজিএইচএসের ডিরেক্টর অতুল গোয়েল লিখেছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকেই আক্রান্ত হয়েছেন। হুমকির মুখে পড়েছেন। মূলত রোগী ও রোগীর পরিজনেরা এই হামলা চালাচ্ছেন বলা হয়। গত বৃহস্পতিবার রাতে আরজি করের সেমিনার হলে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার মহিলাদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই সময় একদল লোক ঢুকে আরজি কর হাসপাতালে ভাঙচুর চালায়। সেই ঘটনায় হাসপাতালের ভিতর স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন: লাড্ডু খেয়ে অসুস্থ, মিষ্টির দোকানের বিরুদ্ধে মামলা বিচারকের
আরও খবর দেখুন