হুগলি: হুগলির (Hoogly) পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় এটিএম মেশিন (ATM Machine) গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি ব্যাংকের এটিএম কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখেন নাইটগার্ড। আগুন ধরেছে এমন অনুমান করে খবর দেওয়া হয় এটিএম কোম্পানিতে।
বৃহস্পতিবার বিকেলে এটিএমের টেকনিশিয়ানরা এসে দেখেন এটিএম মেশিন পুড়ে গিয়েছে এবং ভাঙা রয়েছে। খবর দেওয়া পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা এবং পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ।
আরও পড়ুন: পদত্যাগ কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
পান্ডুয়া স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুটের চেষ্টা করেছে দুষ্কৃতীরা। যদিও তারা ব্যর্থ হয়। পুরো বিষয় খতিয়ে দেখছে হুগলি জেলা পুলিশ।
আরও খবর দেখুন