কলকাতা: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। যার জেরে ইতিমধ্যেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার জেরে ইতিমধ্যেই সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রেল পরিষেবা বন্ধ। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত রেল পরিষেবা ঠিক আছে বলে জানানও হয়েছে মেট্রোর তরফ থেকে।
তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন: রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেলেন সুখেন্দুশেখর
বিগত দেড় মাস ধরে মেট্রোয় ২-৩ বার আত্মহত্যার ঘটনার খবর সামনে আসে। শোভাবাজার থেকে শুরু করে কালীঘাট, সেন্ট্রাল, চাঁদনি চক বিভিন্ন জায়গায় বারবার আত্মহত্যার খবর সামনে আসে। যার জেরে মেট্রোর পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালীঘাট মেট্রো স্টেশনে লাগানো হয়েছে গার্ড রেল। এমনকি কদিন আগেও মেট্রোর পক্ষ থেকে সমস্ত স্টেশনে লাগানো হয়েছে প্ল্যাকার্ড। মেট্রোর পক্ষ থেকে বারবার স্টেশন চত্বরে ঘোষণা করা হয় যাতে আত্মহত্যা না করা হয়। তারপরেও আটকানো যাচ্ছেনা আত্মহত্যা।
তবে আজকের ঘটনায় হতাহতের কোন খবর নেই। এবং মেট্রোর তরফ থেকে জানানও হয়েছে ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।
দেখুন অন্য খবর