সেন্ট লুসিয়া: গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত অজি অধিনায়কের। এদিন মিচেল স্টার্ককে দলে ফেরালেন মিচেল মার্শ। অন্যদিকে, ভারতীয় স্কোয়াড অপরিবর্তিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইনিং কম্বিনেশন নিয়েই নামতে চলেছে রোহিত ব্রিগেড।
টসের পর রোহিত শর্মা বলেন, ‘টসে জিতলে আমরা বোলিংই নিতাম। চেজ করতে পছন্দ করি। কিন্তু কিছু করার নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হবে। ভারত নিজের সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। একই দল নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছি আমরা।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘আমাদের কাছে এটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতো। ভারতের বিরুদ্ধে আমাদের শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের কাছে এখন প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন ম্যাচ। ভারতের বিরুদ্ধে অ্যাশটন অ্যাগরের পরিবর্তে দলে এসেছেন মিচেল স্টার্ক।’
ভারতের চূড়ান্ত একাদশ
১। রোহিত শর্মা ২। বিরাট কোহলি ৩। ঋষভ পন্থ ৪। সূর্যকুমার যাদব ৫। শিবম দুবে ৬। হার্দিক পান্ডিয়া ৭। রবীন্দ্র জাডেজা ৮। অক্ষর প্যাটেল ৯। কুলদীপ যাদব ১০। যশপ্রীত বুমরা ১১। আরশদীপ সিং
অন্য খবর দেখতে ক্লিক করুন: