কলকাতা: আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল (Medical Council) শোকজ নোটিস পাঠাল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। তিনদিনের মধ্য কারণ দেখাতে না পারলে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে তাঁর। এ বার বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas Suspended) এবং প্রাক্তন আরএমও অভীক দে-কে সাসপেন্ড করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। শনিবার জানানো হয়, আপাতত কাউন্সিলের কোনও মিটিংয়ে থাকতে পারবেন না তাঁরা।
আরও পড়ুন: মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা আদালতের
আরজি কর ঘটনার মধ্যে মেডিক্যাল কলেজের হুমকিক অডিও ভাইরাল হয়েছে। বিরূপাক্ষ এবং অভীকের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’র অভিযোগ ছিল। আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীক দের (Avik Dey Suspended) উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ। তাঁকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। অন্য দিকে, বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। পড়ে তাকে স্বাস্থ্য দফতর তাকে সাসপেন্ড করে। শনিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলও অভীক, বিরূপাক্ষের পাশাপাশি সাসপেন্ড করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও। এ ছাড়া, কাউন্সিলের তরফে শুক্রবার শোকজের চিঠি পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে।
অন্য খবর দেখুন