কলকাতা: আরজি করে (RG Kar Hospital Incident) চেস্ট ও মেডিসিন বিভাগে ট্রেনি মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আরজি কর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল রাজ্য সরকার। রাতে মহিলাদের সুরক্ষার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। শনিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) জানান, রাতে মহিলাদের নিরাপত্তা জন্য চালু হচ্ছে রাতের সাথী প্রকল্প (Rater Sathi App)। থাকবে বিশেষ অ্যাপ। যে কোনও প্রয়োজনে, সমস্যায় পড়লে ওই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন মহিলারা। তা যুক্ত থাকবে পুলিশের (Police) সঙ্গে। রাতে সমস্ত হাসপাতালে মহিলাদের সবরকম নিরাপত্তা দিতে হবে বলে জানান মুখ্য উপদেষ্টা।
আরজি করে নিরাপত্তার অভাব রয়েছে। বারবার সে নিয়ে অভিযোগ উঠেছে। এবার সমস্ত হাসপাতাল ও কলেজে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে জানানো হল, সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, সুপারস্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালে ‘সিকিউরিটি চেক’ হবে। ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। হাসপাতালগুলিতে প্রত্যেককে আইডি কার্ড সকলকেই গলায় ঝুলিয়ে রাখতে হবে। প্রতিটি মেডিক্যাল হাসপাতালে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মহিলাদের নাইট ডিউটি দেওয়ার হলে, সেক্ষেত্রে তাঁদের জন্য বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া, মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, মহিলাদের হস্টেলগুলিতে রাতে পুলিশ পেট্রোলিং হবে।
আরও পড়ুন: কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন ব্যারাকেও সিবিআই
তিনি আরও বলেন, রাত্রি সাথী নামে পুলিশের সঙ্গে মহিলা সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহিলাদের জন্য ‘সেফ জোন’ তৈরি করতে হবে। সেই ‘সেফ জোন’-কে পুরোপুরি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। শুধু তাই নয় একা নয়, রাতে মহিলাদের দলবদ্ধ অথবা জোড়ায় কাজ করতে হবে। কে কোথায় যাচ্ছেন তা সহকর্মীরা জানবেন। মহিলা ডাক্তার ও নার্সদের কাজের সময় যেন ১২ ঘণ্টার বেশি না হয় তা দেখতে হবে। কর্মক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম থাকবে। সেখানে শৌচালয়ের বন্দোবস্ত করতে হবে। সমস্ত মহিলাদের এই অ্যাপ ডাউনলোড করাতে হবে। যাতে থাকবে অ্যালার্ম ডিভাইস, যা স্থানীয় থানা এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা থাকবে। এই অ্যাপটি পুলিশ শীঘ্রই তৈরি করে দেবে। কোনও সময় মহিলারা বিপদে পড়লে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর ১০০/ ১১২-এ কল করতে হবে।
অন্য খবর দেখুন