কলকাতা: আসছে ২০২৫। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব। কিন্তু আসন্ন বছর নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণী অনেককেই ভীত করে তুলছে। কারণ, বালকান্সের নস্ট্রাডামাস, যিনি বাবা ভাঙ্গা নামে পরিচিত, তিনি বলে গিয়েছেন, আসন্ন বছরে বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এমনিতেই যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। তাই আগামী বছরের জন্য বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী আরও বেশি করে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি করছে। চলুন, একনজরে দেখা নেওয়া যাক, বাবা ভাঙ্গা ২০২৫ সম্পর্কে ঠিক কী বলে গিয়েছেন।
(১) ইউরোপের ধ্বংস: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আসন্ন বছরে সিরিয়ার পতনের পর প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে এক বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধ ইউরোপের ধ্বংসের কারণ হতে পারে। একইসঙ্গে, এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ক্ষীণ ইঙ্গিতও তিনি দিয়ে গিয়েছেন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি এই সম্ভাবনাকে আরও বেশি উজ্জীবিত করছে।
আরও পড়ুন: আবিষ্কার বিশ্বের কাছে ঝুঁকির, আশঙ্কা নোবেলজয়ীদের, জীবাণু গবেষণা বন্ধ করতে হল বিজ্ঞানীদের
(২) এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন: আসন্ন বছরে এলিয়েনদের সঙ্গে মানুষের যোগাযোগ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীও রীতিমত চমকপ্রদ। তিনি বলেছিলেন, এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে সেটি হয়তো বিশ্বজুড়ে নানারকম সংকটের কারণ হয়ে দাঁড়াবে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি এলিয়েনদের সম্পর্কে প্রাপ্ত সমস্ত তথ্য প্রকাশ করে, তাহলে এই সম্ভাবনাঅ মিলে যেতে পারে।
(৩) টেলিপ্যাথির উন্নতি: বাবা ভাঙ্গার মতে, ২০২৫ সালে মানুষ টেলিপ্যাথির ক্ষমতা অর্জন করবে। এটা হলে সরাসরি মনের সঙ্গে মনের যোগাযোগের পথ খুলে যাবে। ইলন মাস্কের ‘ব্রেন চিপ টেকনোলোজি’কে টেলিপ্যাথির একটি আংশিক উদাহরণ হিসেবে দেখানো যায়। তবে মানুষে-মানুষে টেলিপ্যাথির ক্ষেত্রে এই প্রযুক্তি কি সফল হবে? একটা প্রশ্ন থেকেই যায়।
দেখুন আরও খবর: