বসিরহাট: বিপজ্জনক অবস্থা হাসপাতালের। খসে পড়ছে দেওয়ালের চাঙড়। তার মধ্যে প্রাণ হাতে করে সেখানে আসছেন রোগীরা। ঘটনাটি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালের (Hingalganj Block Hospital)। হাসপাতালটি অনেক পুরনো। ১৯১৪ সালে তৈরি হয়েছিল ওই হাসপাতাল। এখন সেখানে দেওয়ালে গজিয়েছে বটবৃক্ষ। এখন এমন পরিস্থিতি হাসপাতালের ভিতরেই লেখা রয়েছে সাবধান, বিপদজনক ঘর। জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা চিকিৎসক, নার্সদের। হাসপাতাল চত্বরে রোগী থেকে স্থানীয় বাসিন্দারা একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র ১৯১৪ সালে ১৫ বিঘা জমির উপর তৈরি হয়েছিল। একে একে প্রথমে ২ বেড, তারপর ১০, তারপর ২৪ বেড হয়। এখন বিনামূল্যে ওষুধ পেলেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয়। দুঘন্টা করে পরিষেবা পান প্রত্যন্ত সুন্দরবনের মানুষ। প্রায় ২ লক্ষ মানুষের একমাত্র ভরসা হিঙ্গলগঞ্জ ব-দ্বীপে সানডেল বিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র। এই দুটি হাসপাতালের উপর নির্ভর করে সুন্দরবনের মানুষের চিকিৎসা।
আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফের শুরু হচ্ছে
স্বাস্থ্য কেন্দ্রটির ভগ্নদশা, বিপজ্জনক ঘর নিয়ে রীতিমতো আতঙ্কিত রোগী ও রোগীর পরিবার। যেসব আউটডোরে রোগীরা চিকিৎসা পরিষেবা দিতে যাচ্ছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। রোগীরা চাইছেন দ্রুত এই হাসপাতালকে সংস্কার করা হোক। কর্তব্যরত নার্স এবং চিকিৎসককে প্রশ্ন করা হলে এই বিষয়ে তাঁরা মুখ খুলতে চাননি। এমনকী বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই বিষয়ে ক্যামেরার সামনে মুুখ খুলতে চাননি। তিনি বলেছেন বিষয়টা আমরা দেখছি। উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
আরও খবর দেখুন: