কলকাতা: আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। জমজমাট অ্যাকশনে ভরপুর বহুরূপীর ট্রেলারপ্রকাশ পেয়ে। ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’-এর চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shiboprosad Mukherjee)। সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, শিবপ্রসাদ অর্থাৎ বিক্রমের চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে ধুরন্ধর ডাকাতে পরিণত হওয়ার সেই কাহিনী। এবার বহুরূপীকে (Bohurupi ) পর্দায় তুলে ধরার কাহিনী শোনালেন পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়।
আরও পড়ুন: এমার্জেন্সিতে দৃশ্য বাদের সিদ্ধান্ত মেনে নিলেন কঙ্গনা
পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায় বলেন, আসল ব্যাঙ্ক ডাকাত। ২০১২ সালে ‘মুক্তধারা’ করার সময় একদিন আমার অফিসে অতি সাধারন দেখতে একজন মানুষ আসে। আমার সামনে দাঁড়িয়ে সে অকপটে বলে “আমি ৫ বছরে ২৭টা ব্যাঙ্ক ডাকাতি করেছি।” হাসতে হাসতে বলে “আমার থেকে বড় ব্যাঙ্ক ডাকাত পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। এ রাজ্যের যে কোনও পুলিশকে জিজ্ঞাসা করবেন আমার কথা সবাই জানে। আমি যে কোনও ব্যাঙ্কের পাশ দিয়ে যেতে যেতে বলে দিতে পারব ওই ব্যাঙ্কে এখন কত টাকা আছে।” নাকানিচোবানি খাইয়েছিল পুলিশকে সে। ১২ বছর ধরে অপেক্ষা করেছে সে। কবে এই সিনেমা হবে। ‘বহুরূপী’ সিনেমার শুটিং-এর আগে সে আমাকে বলেছিল, “সিনেমাটা হবে তো? আমার সুগার বেড়ে যাচ্ছে জানেন… মরবার আগে দেখে যেতে পারব তো?” আগামী ৮ই অক্টোবর পঞ্চমীর দিন বহুরূপী মুক্তি পাবে। সেদিন সেও এই সিনেমা দেখতে পাবে। ও! বলা হয়নি, পশ্চিমবঙ্গের পুলিশ তাকে ‘A-Class’ বলেই জানে। কারনটা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।
অন্য খবর দেখুন