ঢাকা: আইনজীবী না থাকায় পিছিয়ে গেল সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। জানা গিয়েছে, বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর পরবর্তী জামিন শুনানি হবে আগামী ২ জানুয়ারি। অর্থাৎ, আরও প্রায় একমাস পিছিয়ে গেল তাঁর জামিনের শুনানি। যদিও গতকাল থেকেই চিন্ময় কৃষ্ণদাসের জামিন আটকাতে গতকাল তাঁর নামে ফের একটি মামলা করা হয়েছিল। জামিন অযোগ্য ধারায় এই মামলাটি দায়ের করেছেন এনামুল হক চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রাম কোতয়ালি থানায় চিন্ময় কৃষ্ণদাস সহ মোট ৭১ জনের নামে এই মামলাটি দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি করা হয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশের সনাতনীরা ফের সরব হয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে ‘ব্যান’ হতে পারে ভারতীয় মিডিয়া?
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, জাতীয় পতাকা অবমাননা করেছেন তাঁরা। তাই এই মামলা দায়ের করার পরেই ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মাঝে গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ‘সনাতনী জাগরণ মঞ্চের’ মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে। এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। তবে আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণদাস।
দেখুন আরও খবর: