কলকাতা: রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও তাঁর কন্যাকে মোটা টাকা ঋণ দিয়েছিলেন ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahaman)। ইডির (ED) হাতে এমনই তথ্য এসেছে। সেই ঋণের জন্য সুদ নেওয়া হয়নি। এমনকী বন্ধকও কিছু ছিল না। কীভাবে এত টাকা সুদ ছাড়া ধার দেওয়া হল সেই বিশদে জানতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আদালত শনিবার সেই অনুমতি দিয়েছে। এদিকে এদিন ২২ নভেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজত হয়েছে। তাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল।
আদালতে ইডি আরও জানিয়েছে, রেশনের চালের টাকা নয়ছয় করেছে বাকিবুর। এজন্য ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে সে। সেই অ্যাকাউন্টগুলিতে ধানের সহায়ক মূল্য যেত। বহু ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছে ইডি। জানা গিয়েছে, সাধারণ ব্যবসায়ী ও মিল মালিক হলেও খাদ্য দফতরে অবাধ যাতায়াত ছিল বাকিবুরের।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির বক্তব্য সহ মিউজিক ভিডিও গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত
এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল বাকিবুরের সঙ্গে তাঁর কর্মীদের যে হোয়াটসঅ্যাপ চালাচালি হয়েছিল তা খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন দুদফায় জ্যোতিপ্রিয়কে মোট ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। বাকিবুরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইডি জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করেছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিক বারবার দাবি করেছেন, তিনি নির্দোষ। ১৩ নভেম্বর জ্যোতিপ্রিয়কে ফের আদালতে তোলার কথা।
আরও খবর দেখুন