নয়াদিল্লি: রাত পোহালেই মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (US Presdent Election)। ডেমোক্র্যাট (Democrat) ও রিপাবলিকান (Republican) যুযুধান দুই শিবিরেই রণসজ্জা। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস না কি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কার দিকে পাল্লা ভারী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটে ব্যালট পেপার ছাপা হয়েছে বিভিন্ন ভাষায়। একটি বাংলা বৈদ্যুতিন সংবাদমাধ্যম সূত্রে খবর, তার মধ্যে রয়েছে বাংলা ভাষাও। তবে জানা গিয়েছে, নিউইয়র্কের ব্যালট পেপারে ভারতীয় ভাষার মধ্যে বাংলায় প্রথম ছাপা হয়েছে।
আমেরিকার সব প্রদেশেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। যাকে বলা হচ্ছে আর্লি ভোটিং। নিউইয়র্কের ভোটাররা আগাম ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে দলের এবং প্রার্থীর নাম বাংলাতেও লেখা রয়েছে। নিউইয়র্কে ১ লক্ষের বেশি বাংলাভাষী মানুষ বাস করেন। মূলত ব্রুকলিন, কুইনস ও ব্রঙ্কসে বাংলাভাষী মানুষ বাস করেন। গত রবিবার থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। নির্বাচনের আগেই আমেরিকার ৪০টি প্রদেশে শুরু হয় ব্যালট সংগ্রহ করে আগাম ভোটদানের পালা।
আরও পড়ুন: চাঁদের বাড়ি তৈরি করছেন ইলন মাস্ক! অনায়াসে কাটানো যাবে কয়েকদিন
দেখুন অন্য খবর: