Placeholder canvas
Homeরাজ্যমোহনের মৃত্যু ও চুরির প্রতিবাদে জনতার বনধ বানেশ্বরে

মোহনের মৃত্যু ও চুরির প্রতিবাদে জনতার বনধ বানেশ্বরে

কোচবিহার: বানেশ্বরে (Baneshwar) ঐতিহ্য মোহনের অস্বাভাবিক মৃত্যু ও চুরির ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ। বৃহস্পতিবার ছয় ঘন্টা ধরে বানেশ্বর এলাকায় বন্ধের ডাক দিল মোহন রক্ষা কমিটি ও স্থানীয় ব্যবসায়ীরা। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুন্ডিবাড়ী থানার পুলিশ পৌঁছয়।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত প্রশাসনের গাফিলতির অভিযোগ বন্ধের ডাক দেয় মোহন রক্ষা কমিটি। বানেশ্বর এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকানপাট, স্কুল-কলেজ। পাশাপাশি এদিন কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের বানেশ্বর বটতলা এলাকায় পথ অবরোধ করা হয়। ফলে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: রাজ্যে শীতের আমেজ, কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? 

বৃহস্পতিবার সকাল থেকেই বানেশ্বর এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ থাকে। এই বনধকে সমর্থন জানয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বনধ সমর্থনে সকাল থেকেই পথ অবরোধ করেন মোহন রক্ষা কমিটির সদস্য থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

প্রসঙ্গত, কোচবিহার-২ ব্লকের বানেশ্বরে রাজ ঐতিহ্যবাহী শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরের শিব দিঘি এবং এলাকার সমস্ত পুকুর-খাল-বিলে কচ্ছপ পাওয়া রয়েছে। সাধারণ মানুষ এই কচ্ছপদের ভক্তিভরে মোহন রূপে পুজো করেন। এছাড়াও বানেশ্বর শিব মন্দির ও শিব দিঘির কচ্ছপদের কেন্দ্র করে এলাকায় প্রতিদিন প্রচুর পর্যটক আসেন। তবে বানেশ্বর শিব দিঘির কচ্ছপের পর্যবেক্ষণের দায়িত্বে জেলা প্রশাসনের দেবত্র ট্রাস্ট বোর্ড। অভিযোগ, শিব দিঘির কচ্ছপের পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকে কচ্ছপ চুরি হয়ে যাচ্ছে। অন্যদিকে, খাবার না পেয়ে শিব দিঘির কচ্ছপ রাস্তায় চলে আসায় পথ দুর্ঘটনা মৃত্যু হচ্ছে। এই কচ্ছপের উপর নির্ভর এলাকার পর্যটন শিল্প। সেই কচ্ছপ এখন বানেশ্বর থেকে বিলুপ্ত হতে বসেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনতে এই বনধ।

অন্য খবর দেখুন:

Medinipur News | উৎসবের মরশুমে ফের পথ দুর্ঘটনা, মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের পথে উল্টে গেল বাস

RELATED ARTICLES

Most Popular

Recent Comments