এগরা: এসইউসিআই (SUCI)র ডাকা ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটে (SUCI Call Stricke) এগরা তুমুল অশান্তি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটিদের। আরজি করের (RG Kar Hospital Incident) প্রতিবাদের রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে ধর্ম শুরু হয়। শহর কলকাতায় এই বনধের তেমন প্রভাব না পড়লে জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত ছবি দেখা গিয়েছে। এগরায় সকাল থেকে এসইউসিআই কর্মী সমর্থকরা বনধে শামিল হয়। পথ অবরোধে বসে এসইউসির কর্মীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে তুমুল অশান্তি বাধে। এসইউসির কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

আরও পড়ুন: কলকাতা স্বাভাবিক, বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল জেলায়

আরজি কর কাণ্ডে গোটা দেশ যখন প্রতিবাদে সামিল ধর্ষক খুনিদের সাজার দাবিতে। তখনই এসইউসিআইর পক্ষ থেকে শুক্রবার সারা বাংলায় ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়।তারই পরিপ্রেক্ষিতে এগরা শহরে সকাল থেকে এগরা শহরে মিছিল পিকেটিং ও কখনও মোড়ে মোড়ে পথ অবরোধ করেছে ধর্মঘটিরা। এগরা থানার পুলিশ SUCI ধর্মঘটিদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে SUCI কর্মীরা এগরা শহরের ত্রিকোন পার্কের সামনে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে। ব্যাহত হয় যান চলাচল। তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে SUCI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও ঝামেলা তৈরি হয়। এমনকি ধস্তাধস্তি শুরু হয়। SUCI-র দাবি আমাদের উপর হামলা হয়েছে। আমাদের মিছিল আটকানো হয়েছে। কিছু পরেই এগরা থানার পুলিশ SUCI অবরোধ কারীদের বুঝিয়ে সমস্যা মিটিয়ে পথ অবরোধ তুলে দেন।

অন্য খবর দেখুন 

YouTube player