কলকাতা: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার (Interim Government)। এরপরে বিভিন্ন থানায় একের পর এক মামলা হয়েছে শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামি লিগের নেতাদের নামে। একাধিক হাসিনা সরকারের মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবার বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করা হল। সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঢাকার বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। বিদেশ মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এছাড়া আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মুখ খুললেন মিঠুন
আরও খবর দেখুন