ত্রিপুরা: বাংলাদেশের উত্তপ্ত বাতাবরণের আবহের নিরাপত্তার কথা বিবেচনা করে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের সমস্ত কাজ বন্ধ রাখা হল। পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। আজ মঙ্গলবার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই আদেশের ফলে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা প্রক্রিয়া বন্ধ রাখা হল অনির্দিষ্টকালের জন্য। বাংলাদেশ সহকারি হাই কমিশনের তরফে এই বিবৃতি জারি করা হয়েছে।
এদিন সরকারি হাইকমিশনের মূল ফটকের সামনে এই নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিসে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ সহকারি হাইকমিশনের প্রথম সচিব দূতালয় প্রধানের।
আরও পড়ুন: বাড়বে দাম! সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটির সুপারিশ
কঠোর নিরাপত্তায় বলয়ে মুড়ে রাখা হয়েছে ত্রিপুরাকে। আগরতলার বাংলাদেশ সহকারি হাইকমিশনে পুলিশের পক্ষ থেকে দুটি নাকা বসানো হয়েছে একদম অফিসে প্রবেশের মুখে। অফিসের ভিতরে সিআরপিএফ জওয়ান সহ ত্রিপুরা পুলিশ মোতায়েন আছে, বাইরে প্রহরায় রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা নিজে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু সংখ্যক লোক আগরতলা সার্কিট হাউজের গান্ধী মূর্তির পাদদেশে জডো হয়ে শান্তিপূর্ণ ধরনা প্রদর্শন করছিল। কিন্তু আচমকা আক্রমণ হয়। বেশ কিছু যুবক আগরতলা স্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসে ঢোকার চেষ্টা করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদ মানুষ জানাতেই পারে, তবে এই ধরনের ঘটনা কাম্য নয়।
দেখুন অন্য খবর: