ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত বাংলাদেশ। ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে রাজপথে বাংলাদেশের হিন্দুরা। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় চলছে মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সরব হন হিন্দুধর্মালম্বীরা। সোমবার চট্টগ্রামের চিড়াগি পাহাড় মোড়ে জড়ো হয়ে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত ৩০ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, জাতীয় পতাকা অবমাননা করেছেন তারা। মামলা দায়ের করার পরেই ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার বাংলাদেশের (Bangladesh) ‘সনাতনী জাগরণ মঞ্চের’ মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmoy Krishna Das)। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দারা।
আরও পড়ুন: এক উড়ানে চার মহিলাকে শ্লীলতাহানি সত্তরোর্ধ্ব ভারতীয়ের !
প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার। যার প্রতিবাদে এবার সরব হয়ে পথে নেমেছেন ওপার বাংলার হিন্দুরা। তাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে যে সব সমাবেশ হচ্ছে তাতে নেতৃত্ব দিয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু।
উল্লেখ্য, চিন্ময়কৃষ্ণ দাস বর্তমানে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। এছাড়াও তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। ওপার বাংলার ইসকনের পুণ্ডরীক ধামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তাঁর গ্রেফতারির খবর জানানো হয়েছে। সম্প্রতি তাঁর নেতৃত্বেই চট্টগ্রাম এবং রংপুর-সহ বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ৮ দফা দাবিতে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার নানান বাধা উপেক্ষা করে রংপুরে সনাতনী জাগরণ জোটের বিভাগীয় মহাসমাবেশ হয়। সেই সমাবেশেও উপস্থিত ছিলেন তিনি।
গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। পথে নেমছেন বাংলাদেশের হিন্দুরা। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা। চিন্ময় দাসের মুক্তির দাবি জানান। চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষও।
দেখুন আরও খবর: