কলকাতা: সমস্যা বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আসা বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। অটো রিকশ চালক খুনের পর এবার মাদ্রাসা শিক্ষার্থী খুন। বাংলাদেশে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনার নামে। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সরকারি আধিকারিক ও তাঁর দল আওয়ামি লিগের শীর্ষ নেতাদের নামে মামলা হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টার থেকে ব়্যাবের ছোড়া গুলিতে মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের হোসেন ইমন নিহতের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন আবদুল্লা আবু সায়েদ ভুঁইয়া নামে এক ব্যক্তি। বাদীর জবানবন্দী নিয়ে মহম্মদপুর থানার পুলিশকে তা এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেয় আদালত। অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজরুল ইসলাম, জিকর কবির নানক, হাসান মাহমুদ, মহম্মদ এ আরাফত, সলমান এফ রহমান, মুস্তাফা জালাল মহিউদ্দিন চৌধুরী, আব্দুল্লা আল মামুন, হাবিবুর রহমান, ড. খোয়াব মহিনুদ্দিন, হারুন রশিদ, বিপ্লব কুমার সরকার। এছাড়া ব়্যাবের হেলিকপ্টারের কমান্ডিং অফিসার।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে সিবিআই
আরও খবর দেখুন