ঢাকা: গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার শুরু থেকেই বাংলাদেশে আওয়ামি লিগের শক্তিশেল ঘটাতে উদ্যোগী হয়েছে। আর এবার এই অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করতে বড় পদক্ষেপ নিতে চলেছে। এই আইন সংশোধনের মাধ্যমে আওয়ামি লিগ সহ অন্য একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যেতে পারে। সোমবার এই আইনের সংশোধিত খসড়া প্রকাশ হয়েছে। সংশোধিত আইনের প্রস্তাব অনুযায়ী, কোনও রাজনৈতিক দল বা সংগঠন মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে, সেই দলের রাজনৈতিক স্বীকৃতি স্থগিত বা বাতিল করার সুযোগ থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এই প্রস্তাবকে রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: আমেরিকার ভয়ঙ্কর মারণাস্ত্র! কোনও দেশে নেই এমন ড্রোন
গত ১৫ জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অভিযোগ, আওয়ামি লিগের নেতা-কর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে শতাধিক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই অভিযোগের ভিত্তিতে আদালত বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে চার্জ গঠন করেছে। দলের সভানেত্রী শেখ হাসিনাও খুনের মামলায় অভিযুক্ত হয়েছেন। তাই এখন ইউনুস সরকারের এই উদ্যোগ কার্যকরী হলে আওয়ামি লিগকে ‘জঙ্গিগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত হতে পারে। তবে এমনটা হলে যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন মাত্রা পাবে তাতে সন্দেহের কোনও অবকাশ নেই। তবে সমালোচকদের মতে, ইউনুস সরকার এই সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে।
দেখুন আরও খবর: