কলকাতা: ফের উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উঠল মুহুর্মুহু স্লোগান। মশাল মিছিলে আলোড়ন পড়ল। এবার তা হল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে দাবি পেশ করে। সেখানকার সংখ্যালঘু (Minority) হিন্দুরা শুক্রবার এই মিছিল করলেন ঢাকার রাজপথে। সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে সহ ৮ দফা দাবিতে এই বিক্ষোভ। মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। মিছিলে থাকা এক আন্দোলনকারী বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এই দেশে জন্মেছে। আমাদের একটাই পরিচয় বাঙালি। তাহলে কেন আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের দালাল বলা হচ্ছে। আমাদের কেন দেশ ছাড়তে হবে? সরকারের প্রধান উপদেষ্টা একজন পণ্ডিত মানুষ হয়েও তিনি কিছু শুনতে পাচ্ছেন না?
উল্লেখ্য, গত ৫ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর সেখানে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু, অভিযোগ, সে দেশে থাকা সংখ্যালঘুদের উপর তারপর থেকে অত্যাচার শুরু হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত সহ বিভিন্ন দেশে। এখনও পর্যন্ত সেই অভিযোগ যে উঠছে তার প্রমাণ এদিনের এই বিক্ষোভ।
আরও পড়ুন: আমেরিকায় গড়ে ৫ দিন কাজ করে আইফোন কেনা যায়, ভারতে কত দিনে?
আরও খবর দেখুন