মুম্বই: তিন মাস আগে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। মানসিক অবসাদে ভুগছিলেন। সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Death) করলেন ওই যুবক। পুলিশের প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। ওই যুবক মধ্য মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা। শনিবার পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই ব্যক্তি একটি বেসরকারি ব্যাঙ্কের একজন কর্মচারী। এখানে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম আকাশ সিং। তিনি পারেলের বাসিন্দা।
শুক্রবার রাতে তিনি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে ট্যাক্সিতে উঠেছিলেন। কিন্তু তারপরে চালককে তাঁকে সি লিঙ্কে নিয়ে যেতে বলেন। ওয়ার্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। সেতুতে থাকাকালীন তিনি ফোনে কথা বলছিলেন। হঠাৎ দাবি করেছিলেন যে তার মোবাইল ফোনটি পড়ে গেছে। এরপর ওই যুবক নেমে সমুদ্রে ঝাঁপ দেন। পরে রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ওই যুবক তাঁর তার বাবা-মায়ের সাথে থাকতেন। তিন মাস আগে তার বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর
পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ট্যাক্সি চালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর দেখুন