বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিঁচুড়িতে টিকটিকি (Lizard Mid Day Mill) । খিঁচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার (Bankura) খাতড়ায়। ঘটনায় আতঙ্কে অভিভাবকরা। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ার চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুকে খাওয়ানোর সময় খিঁচুড়িতে টিকটিকি পড়ে থাকতে দেখে অভিভাবক। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও এলাকাবাসীদের একাংশ।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির বদলে পান্তা ভাত, বিক্ষোভ অভিভাবকদের
খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসুতি ও শিশু মিলিয়ে প্রায় ৫৭ জন উপভোক্তা রয়েছেন। বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খিঁচুড়ি বাড়িতে নিয়ে যায় শিশু ও প্রসুতিরা। এরপর এক শিশুকে খাওয়াতে গেলে খিঁচুড়ির মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখেন অভিভাবক। সেটি আবার সেদ্ধও হয়ে গিয়েছে। তড়িঘড়ি ওই খিঁচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই অঙ্গনয়াড়ি কেন্দ্রে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও। অভিভাবকদের দাবি, অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। একাধীকবার অভিযোগ জানানোর পরও বদল ঘটেনি পরিস্থিতির।
দেখুন ভিডিও