বাঁকুড়া: বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি হয়েছে বাঁকুড়া তালডাংরার কোলি গ্রামে। গ্রামের মা কালী ক্লাবের উদ্যোগে তৈরি বিশাল আকৃতির ওই প্রতিমা বাসিন্দাদের নজর কেড়েছে। প্রতিমার উচ্চতা প্রায় ৩৫ ফুট। যা গ্রামবাসীদের মধ্যে গভীর আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করছে। কোলি গ্রামের মানুষজন নিজেদের উৎসাহ ও কঠোর পরিশ্রমে এই বিশাল মূর্তিটি নির্মাণ করেছেন। মূর্তির নির্মাণে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরাও অংশগ্রহণ করেছেন, যারা প্রতিমার সূক্ষ্ম কারুকাজে বিশেষ নজর দিয়েছেন।
দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই কালী প্রতিমা দর্শন করতে আসবেন বলে মনে করছেন ক্লাবের সদস্যেরা। ফলে গ্রামের পরিবেশ এক উৎসবমুখর রূপ নিতে চলেছে। সন্ধ্যা হলেই প্রতিমা প্রাঙ্গণে আলো ও সঙ্গীতের মাধ্যমে ভক্তদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকছে। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলছেন, এত বড় মূর্তি কোলি গ্রামে আগে কখনো দেখা যায়নি, এবং তারা আশাবাদী যে এই প্রতিমা, দর্শনার্থীদের জন্য একটি বড় আকর্ষণীয় হয়ে উঠবে।
আরও পড়ুন: বাহারি চিনা আলোর দাপটে সঙ্কটে মাটির প্রদীপ, মুখভার চন্দ্রকোনার কুমোরপাড়ার
গ্রামের মা কালী ক্লাবের সদস্যেরা জানিয়েছেন, আগামী বছরগুলোতেও এ ধরনের উদ্যোগ তারা চালিয়ে যাবেন, যা কোলি গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও মজবুত করবে। প্রতিমা শিল্পী জানান, তিনি অত্যন্ত নিখুঁতভাবে প্রতিমা তৈরির প্রতি নজর দেন এবং দশ দিনেরও বেশি সময় নিয়ে মূর্তি তৈরি করেন। দানা ঘূর্ণিঝড়ের ফলে প্রতিমা তৈরিতে কিছুটা বিঘ্ন ঘটেছিল।
দেখুন আরও খবর: