বাঁকুড়াঃ জেলার পুজোর সেরা ডেস্টিনেশন বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হলদনারায়ণপুর গ্রাম। এখানকার রামপুর বড় মন্ডল দেবোত্তর এস্টেটের পারিবারিক দুর্গাপুজো এলাকায় বেশ জনপ্রিয়। স্থানীয় সূত্রের খবর, এই বনেদি বাড়ি পুজো ৩০০ বছর পাড় করেছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের মল্লরাজা গোপাল সিংহের আমলে এই পুজোর সূচনা।
আরও পড়ুনঃ এবার পুজোতে কোন রংয়ের লিপস্টিক পরবেন, ট্রেন্ড কী বলছে!
পুজোর চারদিন গমগম করে বাড়ি। পুজোর চারদিন চলে নানান অনুষ্ঠান। পরম্পরা মেনে রান্না হয় ভোগ। রয়েছে একসঙ্গে আহারে বসার আয়োজন। তবে আজ বাড়িময় বিষাদের সুর। আজ বিজয়া। পরিবারের মহিলা সদস্যরা সিঁদুরখেলায় মেতে উঠেছেন। সামনের বছর মা আবার আসবেন এই আশা নিয়ে চোখের কোণ মুছলেন সকলে।
এদিন মায়ের পায়ে আলতা ও সিঁদুর ঠেকিয়ে শুরু হয় সিঁদুর খেলা। পরিবারের সকলে একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। প্রায় ৩৫০ বছরের নিয়ম নীতি মেনে মন্ডল পরিবারের মহিলারা মেতে ওঠে আনন্দ উৎসবে।
দেখুন আরও খবরঃ