Placeholder canvas
HomeScrollপঞ্চায়েত মন্ত্রীর বিরূদ্ধে বিক্ষোভ মিছিল সিপিএমের

পঞ্চায়েত মন্ত্রীর বিরূদ্ধে বিক্ষোভ মিছিল সিপিএমের

বর্ধমান: আদিবাসী যুবককে মারধরের ঘটনায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সিপিএমের। বুধবার বিকেলে এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো।

সোমবার পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার অন্তর্গত কামারহাটি এলাকায় রাজ্যর সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গ্রামের বাড়ির পুকুরে আদিবাসী যুবকদের স্নান ও মাছ ধরাকে কেন্দ্র করে বচসা বাঁধে মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে। এক যুবককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই মন্ত্রীর বাড়িতে চড়াও হয় আদিবাসীরা। সেদিন পুলিশের হস্তক্ষেপে গোলমাল মিটে যায়। মঙ্গলবার বিকেলে ফের হাজার খানেক আদিবাসী মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালায়। তাদের হাতে তীর, ধনুক, বল্লম ইত্যাদি ছিল।

বুধবার সেই ঘটনার প্রতিবাদের দুর্গাপুর এমএমসি মামরাবাজার এলাকায় সিপিএমের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার।
এদিন তিনি বলেন, মন্ত্রী দুর্গাপুর এলাকায় কুর্তা-ধুতি পড়ে কার্নিভাল করছেন। অন্যদিকে লেঠেল বাহিনী দিয়ে গ্রামের আদিবাসী মানুষজনের উপর চড়াও হচ্ছেন। জনগণকে সম্মানটুকু তিনি করেন না। এমন মন্ত্রীর প্রয়োজন নেই বলে দাবি তোলেন সিপিএম নেতা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments