বসিরহাটঃ এলাকার মানুষ তিতিবিরক্ত। দীর্ঘদিন ধরে প্রাপ্য রেশনের চাল, গম, আটা-সহ একাধিক জিনিসপত্র থেকে বঞ্চিত তারা। বারবার গ্রাহকরা তাদের মালপত্রের জন্য রেশন দোকানে গেলে রেশন ডিলার মাল নেই বলে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সরকারি নিয়ম মেনে খাদ্য সরবরাহ করা হয় না অনিয়মিত দেওয়া হয় গ্রাহকরা ডিলারকে ঘিরে বিক্ষোভ রাস্তা অবরোধ করল বাদুড়িয়া ব্লকের বাসিন্দারা।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে বঙ্গ জুড়ে দুর্যোগ, বিপর্যয়ের মুখে সুন্দরবন!
স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বাদুড়িয়া ব্লকের সায়েস্তানগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে রেশন ডিলার গোবিন্দ চন্দ্র চক্রবর্তী। দীর্ঘ ছয় মাস ধরে সরকারি গ্রাহকের সংখ্যা ১৪০০ সিডিউল মেনে খাদ্য সরবরাহ করেন না। মাসের প্রথম সপ্তাহের খাদ্য সরবরাহ চাল ডাল আটা চিনি সেগুলি তৃতীয় সপ্তাহে দেওয়া হয়। আবার কখনও সপ্তাহের খাদ্য সরবরাহ পরের মাসে দেওয়া হয়। প্রত্যেক মাসে ঠিকমতো রেশনের সামগ্রিক পান না গ্রামবাসী। তাদের আরও অভিযোগ, রেশনের চাল-ডালের ওজনেও থাকে কারচুপি।
দীর্ঘদিন ধরে এই অভিযোগ বাদুড়িয়া ফুড ইন্সপেক্টরকে করার পর তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ওই রেশন ডিলারের দোকানে গিয়ে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সঠিক ওজনে নির্ধারিৎ মাপের রেশন সামগ্রী পাওয়ার দাবিতে স্বরুপনগর ও বসিরহাট রোডে অবরোধ করেন গ্রাহকরা।
দেখুন আরও খবরঃ