কলকাতা: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম (Haji Nurul Islam)। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ। বুধবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে নিজের বাড়িতে প্রয়াত হন। সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৃলিখেছেন, আমাদের সহকর্মীর বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকে হারিয়ে আমরা শোকাহত। সাংসদের পরিবারকে শোকবার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। লোকসভা নির্বাচনের সময় ও পরেও তিনি দিল্লি ও মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন সাংসদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবনতি হয় শারীরিক পরিস্থিতির। বাড়িতে যান চিকিৎসকদের দলও। এক ঘনিষ্ঠ জানান, তাঁর হৃদস্পন্দন, নাড়িস্পন্দন পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: কেষ্ট বীরভূমে ফিরতেই কি পট পরিবর্তন হতে চলেছে!
২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রথম বার সাংসদ হন নুরুল। এর পরের লোকসভা নির্বাচনে ২০১৪ সালে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে তাঁকে প্রার্থী করে দল। তবে সে বারের ভোটে হেরে যান তিনি। ২০১১ সালে হাড়োয়া আসন নুরুল জেতেন ৪৩ হাজারেরও বেশি ভোটে। ২০২১ এর বিধানসভা ভোটেও হাড়োয়া থেকে জিতে বিধায়ক হন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে টিকিট দেয় তৃণমূল। সেই নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি।
অন্য খবর দেখুন