skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollআদালতের রায় নিয়ে মন্তব্যে সতর্ক থাকবেন, কোন মুখ্যমন্ত্রীকে বলল সুপ্রিম কোর্ট?
Supreme Court

আদালতের রায় নিয়ে মন্তব্যে সতর্ক থাকবেন, কোন মুখ্যমন্ত্রীকে বলল সুপ্রিম কোর্ট?

আদালতের সমালোচনার পরিপ্রেক্ষিতে রেড্ডির নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা

Follow Us :

নয়াদিল্লি: আদালতের রায় নিয়ে মন্তব্যের সময় সতর্ক থাকবেন। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revant Reddy) ক্ষমাপ্রার্থনার আবেদন গ্রহণ করে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিআরএস নেত্রী কে কবিতাকে জামিন মঞ্জুরির রায় প্রসঙ্গে রেবন্ত রেড্ডির মন্তব্য ঘিরে বিতর্ক।

দেশের প্রতিটি সংবিধানিক শাখা নিজস্ব পরিধির মধ্যে কাজ করে। সেটা আইনসভা, প্রশাসন বা বিচারব্যবস্থা, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। অপ্রয়োজনীয় মন্তব্য সংঘাত ডেকে আনে। যুক্তিসম্মত সমালোচনা সর্বদাই গ্রহণযোগ্য। কিন্তু প্রতিটি মন্তব্যের সময় সতর্ক থাকা প্রয়োজন। জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন: হরিয়ানায় গ্যাংওয়ার, তিন জনের মৃত্যু

বিআরএস নেতা গুন্টাকান্ডলা জগদীশ রেড্ডির ২০১৫ সালে অর্থের বিনিময়ে ভোট কেলেঙ্কারিতে অভিযুক্ত রেবন্ত রেড্ডির মামলা অন্যত্র সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন। সেই মামলার শুনানি সূত্রেই বিচার বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে।

বিআরএস ও বিজেপির মধ্যে হওয়া গোপন আঁতাতের সূত্রেই কে কবিতা জামিন পেয়েছেন। রেবন্ত রেড্ডির এই মন্তব্য অত্যন্ত আপত্তিজনক জানিয়ে আদালত বলে, দায়িত্বশীল পদে বসে থাকা কোনও ব্যক্তির এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। আদালতের সমালোচনার পরিপ্রেক্ষিতে রেড্ডির নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা।

এই প্রেক্ষাপটে রেবন্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের মূল মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ, তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছে, তিনি সেখানে কোনও রকম নাক গলাতে পারবেন না। অ্যান্টি করাপশন ব্যুরোর ডিজিবি সেই তদন্ত সম্পর্কে রেড্ডিকে কোন কিছু জানাবেন না।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular