কলকাতাঃ স্কুলের (School) কাছেই পুলিশ ফাঁড়ি এবং পঞ্চায়েত অফিস। তাদের নাগের ডগাতেই সরকারি স্কুলের জমিতে মাদক ব্যবসা চলছে জমিয়ে। প্রতিবাদ করায় মঙ্গলবার প্রধান শিক্ষককে হেনস্থা করল মাদক ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজন। অভিযোগ, প্রধান শিক্ষকের মুখে গাঁজার পুরিয়া গুঁজে দেওয়া হয়। পরে পড়ুয়া এবং অন্য শিক্ষকরা চলে এলে শঙ্কর নামে ওই মাদক ব্যবসায়ী পালায়। বেলায় ফের পুলিশের সামনেই প্রধান শিক্ষককে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারা। তারা স্কুলে পোস্টার লাগিয়ে দোষীদের শাস্তির দাবি করে। ঘটনা বজবজ ২ ব্লকের বুড়ুল হাইস্কুলের।
স্থানীয় অভিভাবক এবং পড়ুয়াদের অভিযোগ, সরকারি জমিতে মাদক ব্যবসা চলছিল অনেকদিন ধরেই। সেই ঠেক থেকে শিক্ষিকা এবং ছাত্রীদের উদ্দেশে কটূক্তি এবং অশ্লীল ইঙ্গিত করা হয়। তার প্রতিবাদ করেন প্রধান শিক্ষক তুষার মণ্ডল। তাতেই শঙ্করের রোষানলে পড়েন তিনি। স্থানীয়রা জানান, সম্প্রতি বাঁশ, টালি দিয়ে ব্যবসার পরিধি বাড়ানো হচ্ছিল। পড়ুয়ারা মঙ্গলবার সেটি ভেঙে দেয়। সেদিনই আক্রান্ত হন প্রধান শিক্ষক। ঘটনায় আতঙ্কে রয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা।
আরও পড়ুন: আগামী পাঁচ বছরে ভারত তৃতীয় অর্থনীতির দেশ: মোদি
ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী বলেন, আমি ওসিকে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে বলেছি। ডিএসপিকে আরও তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। কোথায় কোথায় মাদক বিক্রি হচ্ছে, তার ভিত্তিতে আমরা তদন্ত চালাব। আমরা এসব বরদাস্ত করব না। কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর দেখুন