উত্তরপ্রদেশ: পথ হারিয়ে ফেললে আমরা আজকাল গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি। এমনকী, অচেনা যে কোনও জায়গায় যাওয়ার জন্যও গুগলের এই পরিষেবা এখন সিংহভাগ মানুষ ব্যবহার করেন। কিন্তু গুগল ম্যাপের দেখানো রাস্তায় গাড়ি ছুটিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই ভাইয়ের। সোমবার সকালে উত্তরপ্রদেশের বদায়ুন জেলার ফারিদপুরে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, গুগল ম্যাপের দেখানো রাস্তায় বেয়ারিলি থেকে দাতাগঞ্জ যাওয়ার সময় একটি ওয়াগন-আর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে রামগঙ্গা নদীর উপর একটি ভাঙা ব্রিজে উঠতে গিয়ে গাড়িটি ৫০ ফুট নিচে নদীতে পড়ে যায়। গ্রামবাসীরা গাড়িটি নদী থেকে তুলে আনলেও ততক্ষণে গাড়ির ভেতরে থাকা তিনজনই প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে দুই ভাই ছিলেন।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সংঘর্ষের ঘটনায় সমাজবাদী পার্টির সাংসদের নামে মামলা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামগঙ্গা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি চলতি বছরের শুরুতে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়েই ব্রিজটির সামনের অংশ ভেঙ্গে নদীতে ভেসে যায়। ফলে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ব্রিজের এই পরিবর্তন গুগল ম্যাপে আপডেট করা হয়নি। ফলে চালক বুঝতে পারেননি যে ব্রিজটি ব্যবহার করা নিরাপদ নয়। ইতিমধ্যে, মৃতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। ফররুখাবাদের বাসিন্দা বিবেক কুমার ও অমিত কুমার ছিলেন দুই ভাই। তৃতীয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ব্রিজটি মেরামত না করায় এবং কোনো সতর্কতামূলক চিহ্ন না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাঁরা প্রশাসনের অবহেলাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।
দেখুন আরও খবর: