skip to content
Tuesday, April 29, 2025
HomeScrollবেলঘরিয়া শুটআউট কাণ্ড, একজনকে আটক করল পুলিশ

বেলঘরিয়া শুটআউট কাণ্ড, একজনকে আটক করল পুলিশ

ঘটনার রাতে ভিকি যাদবের জন্মদিনের অনুষ্ঠান ছিল

Follow Us :

কলকাতা: বেলঘরিয়া শুটআউট কাণ্ডের (Belgharia shootout incident) রাতে ভিকি যাদবের (Vicky Yadav) জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিল ইন্দাল যাদব (Indal Yadav) সহ আরও দুজন যুবক। সেই অনুষ্ঠানে মদ্যপান করেই এই শুটআউটের পরিকল্পনা করা  হয়। আর সেই ঘটনায় ভিকি যাদবকে আটক করল বেলঘরিয়া থানার (Belgharia Thana) পুলিশ।

কি কারণে এই শুটআউটের পরিকল্পনা করা হয়েছিল। কেন বিকাশ সিংকে গুলি করা হলো। এই সমস্ত বিষয়ে ভিকি যাদবকে জেরা করছে বেলঘড়িয়া থানার পুলিশ ও বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকেরা।

আরও পড়ুন: বেলঘরিয়ায় চলল গুলি, আহত দুজন

উল্লেখ্য, শনিবার রাতে বেলঘরিয়ার ৪ নম্বর রেলগেট সংলগ্ন চায়ের দোকানে তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চলে। জখন হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল আছে বলে খবর। তিনি কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিকাশ ছাড়াও গুলিতে জখম হন সন্তু দাস নামে আরও এক ব্যক্তি। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। যে বাইরে চেপে দুষ্কৃতীরা গিয়ে সেটি খোঁজ শুরু করে। জানা যায় বাইকটির মালিক ভিকি যাদব। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে ভিকিকে খড়দহ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উঠে আসে ইন্দাল যাদবের নাম। জানা যায়, বেলঘরিয়া শুটআউট কাণ্ডের রাতে ভিকি যাদবের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ইন্দাল ছাড়াও ছিল আরও দুজন। মদ্যপানের সময়ই বিকাশ সিংকে শুটআউটের পরিকল্পনা করা হয়।

দেখুন অন্য খবর: