কলকাতা: ডাক্তারদের কনফারেন্সে (Doctor Conference) স্বল্পবসনা তরুণীর বেলি ডান্স (Dance)। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতাটিভি ডিজিটাল)। তাতে দেখা যাচ্ছে পানীয় হাতে তাঁকে সঙ্গ দিচ্ছেন ডাক্তাররা। ছিলেন বেশ কয়েকজন প্রবীণ ডাক্তারও। ছোঁয়ারও চেষ্টা করছেন। আরজি কর কাণ্ডের আবহে এই ঘটনাকে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ৪৭ তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হল দুর্গাপুরে ১৯ এবং ২০ তারিখে। কোলন (colon) এবং রেক্টাল (rectal) ডক্টরস এসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ঘটনাচক্রে আরজিকর হাসপাতালের দুই প্রাক্তনী এর এক্সিকিউটিভ কমিটি সদস্য। ডাক্তাররাও তো মানুষ, প্রতিবাদেও আছেন, উৎসবেও আছেন, তারই উদাহরণ এই ভিডিও (video)।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)