কলকাতা: হরিয়ানায় নিহত পরিযায়ী শ্রমিক এর পরিবারকে চাকরির নিয়োগপত্র (Job to wife of lynched Migrant Worker) তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হরিয়ানায় গোরক্ষকদের মারে নিহত হন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা সাবির মালিক। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বুধবার মৃতের স্ত্রী শাকিলা সর্দার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিল চার বছরের শিশুকন্যা। স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে মৃত শ্রমিকের পরিবারের হাতে বাসন্তীর ল্যান্ড দফতরের চাকরিতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে যোগ দেবেন শাকিলা।
আরও পড়ুন: পরিষেবা পেতে কোনও অভিযোগ না হয়, বার্তা মুখ্যসচিবের
বছর ছাব্বিশের সাবির হরিয়ানায় কাজ করতেন। হরিয়ানার কাজ করতে যাওয়া ওই পরিযায়ী শ্রমিককে গত মঙ্গলবার পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এই ঘটনার নিন্দা করে রাজ্যের শাসকদল। তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, সাবির গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করা হয়। সাবিরকে পিটিয়ে খুনের ঘটনায় ২ নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। মমতার নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে। তৃণমূলের তরফ থেকে আর্থিক সাহায্যও করা হয়েছে পরিবারকে। প্রতিশ্রুতি মতো বুধবার মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা।
অন্য খবর দেখুন