কলকাতা: টলিউডের মোস্ট এলিজেবল সিঙ্গল লেডি মনামী ঘোষ (Monami Ghosh)। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে তিনি মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী মনামী। অভিনেত্রীর ভক্তদের প্রশ্ন কবে ছাদনাতলায় যাচ্ছেন মনামী। কার গলায় মালায় মালা পরাবেন অভিনেত্রী? সম্প্রতি নিজের নিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন এখন তিনি নিজের সময়টা অভিনয়ের জন্য দিতে চান। এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই।
‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। এই ছবিতে আপনি গীতা সেনের চরিত্রে। এখন ছবির প্রচারের কাজে ব্যস্ত মনামী। আসন্ন ছবি নিয়ে মনামী জানান, ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে যে লুক ছিল, তা দেখে একদল প্রশংসা করেছেন। যাঁরা ছবি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই আবার ফোন করে প্রশংসা করেছেন। দর্শক এখন সব কিছুই জাজ করেন। একটা এত বড় ছবিতে অভিনয় করলাম। নিশ্চয়ই তুলনা হবে। তবে আশা করি, দর্শকের পছন্দ হবে। অভিনয়ের জন্য ট্রোলিং না হলেও সমালোচিত হয়েছিল।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন মিমি
ছাঁদনাতলায় যাবেন জিজ্ঞাসা করতে মনামী জানান, এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই। আমার আরও বড় বড় কাজ করার পরিকল্পনা রয়েছে। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার জন্য আমার পরিবার এবং কাছের মানুষেরা অনেক সাপোর্ট করেছেন। বিয়ে তো একটা প্রতিষ্ঠান। আমি কাজের ক্ষেত্রে নিজের দু’শো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তেমনই বিয়ে করলেও কাজের মতোই আমি নিজের দু’শো শতাংশ দিতে চাই। একটু সংসার করলাম, একটু শুটিং করলাম, সেটা পারব না।
অন্য খবর দেখুন