কলকাতা: বিধানসভায় (Assemble) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata banerjee) আজ একাধিক ইস্যুতে বক্তব্য পেশ করলেন। একদিকে যেমন তিনি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন, অন্যদিকে বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব করেন।
সেই সঙ্গে রাজ্যের উন্নয়নের কথা বলতে গিয়ে ট্যুরিজম (Tourism) নিয়ে বাংলা যে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হচ্ছে সে কথা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বাংলায় ট্যুরিজমের গুরুত্বের কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের ট্যুরিজম নিয়ে অনেক পরিকল্পনা আছে। আন্তজার্তিক ট্যুরিজমে বাংলা ডেস্টিনেশন। তারাপিঠ,দক্ষিণেশ্বর দিঘাতে একদম পুরীর আদলে তৈরি করছি।
বাংলায় হোম ট্যুরিজম একটা মডেল। প্রচুর বেকার ছেলে মেয়েরা এই কাজের সঙ্গে যুক্ত। দার্জিলিংয়ের লামাহাটায় তিনি কিভাবে ট্যুরিজম গড়ে তুলেছিলেন এবং সেটি আজ ভ্রমণার্থীদের কাছে কতখানি জনপ্রিয় তা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পথের কাঁটা ঘূর্ণিঝড় ফেনজল, বঙ্গে থমকে শীত
এই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, লামাহাটা দিয়ে শুরু করেছিলাম। মুড়িগঙ্গা সেতুর জন্য টেন্ডার করা হয়েছে। সেই সঙ্গে উত্তরপ্রদেশের অনুষ্ঠিত কুম্ভমেলা নিয়ে তিনি বলেন, কুম্ভমেলা যদি এক নং হয় জলপথে গঙ্গাসাগরে যেতে হয়, সেটা দ্বিতীয়।
ট্যুরিজম নিয়ে পশ্চিমবঙ্গ সরকার অনেক চিন্তা ভাবনা করছে। কর্মসংস্থানে জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা স্কিল ডেভেলপমেন্টে ছেলে মেয়েরা ট্রেনিং নিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করছি।
এদিন কেন্দ্রের বিষয়ে ফের সরব হন তিনি। বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই বিষয় আমার বলার অধিকার নেই, বলার অধিকার কেন্দ্রের। ১০ দিন পার হয়ে গেলেও এখনও কেন্দ্র চুপ আছে।
অন্যদিকে আগেই ওয়াকফ বিলের বিরোধিতায় আওয়াজ তুলেছিলেন তিনি। এদিন বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়ে বলেছিলেন, কোনও ধর্মের উপর আঘাত নয়, সকলকে নিয়ে চলা, পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে সমাজকে এগিয়ে নিয়ে চলা।
কেন্দ্রের তরফে যে ওয়াকফ বিল আনা হয়েছে, তা আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন মমতা। ওয়াকফ বিলের বিরোধিতায় গত শনিবার কলকাতার রাজপথে সভা করে তৃণমূল। বিলের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্র ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী।