বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহের ঘটনা ঘটছে অহরহ। আর সেই ঘটনা এখন চর্চিত বিষয়। অতি সম্প্রতি, একাধিক অভিযোগ থাকার কারণে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড। আর এবার ফের যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিউডের অপর পরিচালকের বিরুদ্ধে। গ্রেপ্তার হলেন এক পরিচালক-প্রযোজক। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার পরিচালক!
সূত্রের খবর, এই ছবি নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক তরুণী। ওই তরুণী একজন উঠতি অভিনেত্রী। তিনি পুলিশের কাছে নিজের অভিযোগ জানিয়েছেন। ঠিক কী অভিযোগ তাঁর? অভিযোগকারিণী সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত পরিচালক ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে যৌন হেনস্থা করেছেন।
আরও পড়ুন: রণবীরের সঙ্গে বনবাসে যাবেন জনপ্রিয় অভিনেতা!
ইতিমধ্যে টলিপাড়ায় ফিসফাস যে, অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অভিযোগের মধ্যে নাকি সত্যতা রয়েছে। এই পরিচালক নাকি এরকম কাণ্ড আগেও ঘটিয়েছেন। একাধিক তরুণী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে সকলে এভাবে মুখ খোলেননি! আর তাই ঘটনাটি সেভাবে এগোয়নি।
যদিও অভিযুক্ত নাকি ভাবতে পারেননি সরাসরি প্রতিবাদ জানিয়ে যে এই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করবেন। সূত্রের খবর, টলিপাড়ার বিরুদ্ধে এভাবে ওঠা একের পর এক হয়ে চলা যৌন হেনস্থার অভিযোগে নাকি যথেষ্ট ক্রুদ্ধ বহু নামকরা শিল্পীও। তাঁদের মতে, ঠিক এইসব কারণেই সিনে ইন্ডাস্ট্রি নাম খারাপ হচ্ছে সাধারণ মানুষের কাছে।
দেখুন আরও খবর: